সাহাবাদ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন সাহাবাদ ক্রিকেট ক্লাব

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি,২ ফেব্রুয়ারি: ২রা ফেব্রুয়ারি সাহাবাদ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ট্রফি সেশন ৫ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখামুখি হয় “ব্লু পানথার্স কাটলিছড়া” বনাম “সাহাবাদ ক্রিকেট ক্লাব”। এ ফাইনাল খেলায় সাহাবাদ দল প্রথমে ব্যাটিং এ নেমে ১৯৯ সংগ্রহ করে। দলের সর্বাধিক রান করে শিবন আহমেদ লস্কর। তিনি দুর্দান্ত ১০৩ রানের এর একটি ইনিংস খেলেন। ২০০ রানের লক্ষ্যে “ব্লু পানথার্স” দ্বিতীয় ইনিংসে নেমে নির্ধারিত ওভারে খেলে ১৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। উক্ত খেলায় “সাহাবাদ ক্রিকেট ক্লাব” ৫৩ রানে জয়লাভ করে। এই খেলায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন মিজানুর রহমান বড়ভূইয়া। এ ম্যাচের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন। ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়া বিধানসভার বিধায়ক খলিলের প্রতিনিধি আলতা লস্কর, সাহাবাদ-জামিরা আসনের জেলা পরিষদ আসনের টিকিট প্রত্যাশী মান্না খান , রাইজর দলের সভাপতি জহির উদ্দিন লস্কর, প্রাক্তন সভাপতি শরিফ উদ্দিন, সাহাবাদের বিশিষ্ট ব্যবসায়ী নুর আহামেদ,হুসেন আহমেদ, মিটু রায়, মজমুল ইসলাম প্রমুখ। উক্ত ফাইনাল খেলার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের অধিনায়কের হাতে ট্রফি সহ নগদ টাকা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আয়োজিত খেলায় স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।