যুববিচিত্রা প্রতিনিধি, শ্রীভূমি: শ্রীভূমি সহ রাজ্য সরকারের কঠোর আহ্বান জাতীয় পতাকার অবমাননা প্রতিরোধে। জাতীয় পতাকা উত্তোলন করতে সঠিক বিধান মানতে হবে।নজর রাখতে হবে সবদিকে। অন্যদিকে, ২৪ জানুয়ারি শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সাধারণতন্ত্র দিবস পালনের সময় জাতীয় পতাকা ব্যবহার যথাযথভাবে করতে আহ্বান জানানো হয়েছে। জাতীয় পতাকার ব্যবহার বিধি সম্পর্কে ‘ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া’তে উল্লেখিত বিধি নিয়ম অনুসারে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে। এই কোড অনুসারে ব্যক্তিগত উদ্যোগ, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা ব্যবহারের উপর কোনো বিধি নিষেধ নেই। তবে জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন ও প্রদর্শন করতে হবে। এই অনুসারে যখনই জাতীয় পতাকা তোলা হবে তখন যেন সম্মানিত স্থানে তোলা হয় এবং যাতে ভালোভাবে দেখা যায় তার ব্যবস্থা রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠান, আদালত ইত্যাদিতে জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত করে রাখা যাবে। জাতীয় পতাকা তোলা হবে দ্রুত কিন্তু নামানো হবে ধীরে ধীরে। যানবাহন ইত্যাদিতে জাতীয় পতাকা ব্যবহারের সময় শক্ত ও সোজা করে লাগাতে হবে। এছাড়া কোনো বিবর্ণ বা অবিন্যস্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। অন্য কোনো পতাকা ইত্যাদির সমান বা নিচে জাতীয় পতাকা প্রদর্শন করা যাবে না। ফেস্টুন বা অন্যান্য ডেকোরেশনের জন্য জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না। তাই জাতীয় পতাকাকে কোনোভাবে অপব্যবহার করে অবমাননা না করতে আহ্বান জানানো হয়েছে।
জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন করতে অসম সরকারের কঠোর আহ্বান
