২০২১ এবং ২০২৪ র ব্যর্থতার পর বাংলায় কি হিন্দু ভোটে জোর বাড়াতেই প্রথমবার এতদিনের সফর Rss প্রধানের? রাজনৈতিক মহলে জল্পনা
তন্ময় ভট্টাচার্য, কলকাতা,২৫ জানুয়ারি : দশ দিনের সফরে বাংলায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি কলকাতায় আসবেন ভাগবত। সফরের প্রথম পাঁচ দিন কলকাতায়। পরের পাঁচদিন বর্ধমানে কাটাবেন।এই সফরের সময়কালকে স্থানীয় আরএসএস নেতারা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। কারণ, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও দেখা করবেন আরএসএস প্রধান। আরএসএস ক্ষেত্র প্রচার প্রধান জিষ্ণু বসু জানিয়েছেন যে মোহন ভাগতের এই সফর অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেন, ‘বাংলায় ৩টি বিভাগ আছে, এটি একটি রুটিন ভিজিট এবং অনেক দিন থেকে পরিকল্পিত। সবটাই অভ্যন্তরীণ বিষয়। আমরা এটাই পরিকল্পনা করেছিলাম।’ পশ্চিমবঙ্গে আরএসএস-র সংগঠন ও শক্তি কী রকম? তা বুঝতেই টানা ১০ দিন বাংলায় কাটাবেন ভাগবত। তিনি এই রাজ্যে আরএসএসের কর্মক্ষমতা ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কীভাবে এই কর্মক্ষমতা প্রভাব ফেলতে পারে তা মূল্যায়ন করবেন। বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে বিজেপি কীভাবে লাভবান হতে পারে সেটাই দেখতে আসছেন ভাগবত। যদিও আরএসএস বলছে, ভাগবতের বাংলা সফরের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
এই বিষয়ে জিষ্ণু বলেন,’এটি সত্য নয়। ভাগতের সফর কোনও রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়। আমি মনে করি না বিজেপির অবস্থা খারাপ। ভুলে যাওয়া উচিত নয় যে এটি শুধুমাত্র বিজেপিই ছিল যারা বিরোধী হিসাবে সত্তরের বেশি আসন পেয়েছে, এমনকি বিরোধী হিসেবে ৪০-র বেশি আসন পায়নি। স্বাধীনতার পর বিরোধী দল হিসেবে বিজেপি-ই ৭৭টি আসন পেয়েছে। আবার আরজি কর কাণ্ডের কড়া নিন্দা করে সরব হয়েছিলেন তিনি। এবার বাংলায় দশদিনের সফরে সেই প্রসঙ্গে তিনি ফের কোনও বার্তা দেন কি না, সেটা দেখার। বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করে কড়া বার্তা দিয়েছিল আরএসএস। বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপের জন্য মোদী সরকারকে বার্তা দিয়েছিল। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে বাংলায়ও সরব হয় বিভিন্ন মহল। এই পরিস্থিতিতে বাংলা থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মোহন ভাগবত কোনও বার্তা দেন কি না, সেদিকে নজর থাকবে সকলের।