প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পিস্তল উদ্ধারে চাঞ্চল্য

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর,২৫ জানুয়ারি: উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরের রেল স্টেশন রোডে অবস্থিত নর্থ কন্টিনেন্টাল হোটেলে বিহার রাজ্যের সমষ্টিপুর এলাকার দুই যুবক নিরাজ কুমার এবং ইন্দল মুখিয়া। নিরাজ কুমার, বয়স ২০, পিতা মহেশ্বর যাদব ও ইন্দল মুখিয়া বয়স ৩৫, পিতা মুক্তেশ্বর মুখিয়া। এই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের তৎপরতায় ধর্মনগর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে অত্যাধুনিক ০.৩২ এমএম একটি পিস্তল উদ্ধার করেছে।এই মর্মে ধর্মনগর থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইন দ্বারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার যথাক্রমে, Arms Act এর U/S-25/27 ধারা এবং BNS এর 111(1) এই ঘটনায় গোটা উত্তর ত্রিপুরা জেলা সহ ধর্মনগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এমন একটি ঘটনা রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত করার কোন কৌশল কি না তা খতিয়ে দেখছে উত্তর ত্রিপুরা পুলিশ। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর জেলার পুলিশ সুপার জানিয়েছেন শুক্রবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল টিম এই অভিযান চালিয়েছে।জেলা পুলিশ সুপার আরও জানান, ২৫ জানুয়ারি ভোর রাত দুটা নাগাদ জেলা গোয়েন্দা দপ্তরের কাছ থেকে একটি খবর আসে, রাত ১ঃ৩০ টা নাগাদ ট্রেনে করে রেল স্টেশনে বহিঃ রাজ্যের দুই যুবক নেমে স্টেশন সংলগ্ন নর্থ কন্টিনেন্টাল হোটেলে এসে ওঠে এবং ধারণা করা হচ্ছে তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। সেই খবরের ভিত্তিতে ঐ যুবকদের কাছে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বের করবে কোথা থেকে এনেছে এবং কার কাছে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে রাজ্যে।