শিলচরে তথা বরাক উপত্যকায় বিশাল শোভাযাত্রার মাধ্যমে নেতাজীর জন্মজয়ন্তী উদযাপন।
সানি রায়, ২৩ জানুয়ারি: দেশ স্বাধীনের নেপথ্যে নেতাজী সুভাষ চন্দ্র বসুর অবদান অনস্বীকার্য। যার প্রমাণ ১২৯ তম জন্ম জয়ন্তী উদযাপনে সারাদেশে ই পরিলক্ষিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ২৩ শে জানুয়ারি বৃহস্পতিবার শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল “কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। এদিন স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে শিলচরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করেন উদ্যোক্তারা।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে গান্ধীবাগ হয়ে শিলচরের ইণ্ডিয়া ক্লাব ময়দানে পৌঁছে সমাপ্তি হয়। সেখানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে হোজাই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন। এরপর শহীদ তর্পণ,শপথ গ্রহণ সহ অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ প্রতিযোগিতা। এছাড়াও শারিরীক ব্যায়াম প্রদর্শন ও স্মরণিকা উন্মোচনের পাশাপাশি ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন বিদ্যালয় থেকে আসা পড়ুয়ারা।অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বেণ্ড প্রদর্শন উপস্থিত দর্শকদের কাছে ছিল বিশেষ আকর্ষণীয়।এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে উনার পথ অনুসরণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে চলার আহ্বান জানান। দুপুর ১২টায় নেতাজির জন্মলগ্ন ঘোষনা করার পাশাপাশি শিলচর গান্ধীবাগ স্থিত নেতাজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন শহরের বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। বিকেলে স্থানীয় গান্ধী ভবনে নেতাজি বিষয়ক আলোচনা ও প্রদীপ প্রজ্জ্বলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সবমিলিয়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদান অনস্বীকার্য যার প্রমাণ আজ ও চোখ খুললেই পরিলক্ষিত হয় সর্বত্র। সারা দেশজুড়ে আজ এই মহান নেতার জন্মদিন আড়ম্বরপূর্ণ আয়োজনে সুসম্পন্ন হয় তবে বাদ পড়েনি বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত। সর্বত্র নেতাজীর জয়জয়কার মুখরিত করে তোলে মানুষের হৃদয়।