যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,২২ জানুয়ারি: সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনে প্রথম মহিলা ফুটবলার হিসেবে স্থান দখল পাঁচগ্রামের পুষ্পা শাহু-র। ইতিহাস সৃষ্টি করে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনে প্রথমবারের মতো ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে মনোনীত হওয়ায় খুশির জোয়ার সর্বত্র। হাইলাকান্দি জেলার পাঁচগ্রামের বাসিন্দা কপিল শাহু এবং মণি শাহু র একমাত্র কন্যা পুষ্পা শাহু অসমের একমাত্র ফুটবল খেলোয়াড় হিসেবে ভারতীয় দলে নির্বাচিত হয়ে ইন্দোনেশিয়া জাকারটায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলে এসেছেন ইতিমধ্যে।
এই খবরে পাঁচগ্রাম সহ আশপাশ এলাকায় আনন্দের জোয়ার বইছে। ফের বরাক উপত্যকার নাম এবং ঐতিহ্য রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকায় পাঁচগ্রামের পুষ্পা শাহু। পুষ্পাকে উত্তরীয় ও গামোছা এবং ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাতে দেখা যায় পাঁচগ্রামের বিভিন্ন মহল থেকে। তৎসঙ্গে পাঁচগ্রাম বাজারের ক্রীড়া প্রেমী তথা যুব ব্যবসায়ী দের পক্ষ থেকে ও পুষ্পা কে অভিনন্দন জানাতে দেখা যায়। তবে পুষ্পা র সেই জায়গায় পৌঁছানোর পেছনে সাংবাদিক ইন্দ্রজিৎ সিনহার অবদান অন্যতম বলে স্বীকার করেছেন অনেকেই। জানা গেছে, মহিলা ফুটবলার হিসেবে পুষ্পা কে এগিয়ে দিতে ইন্দ্রজিৎ সিনহার অক্লান্ত প্রচেষ্টায় আজ সেই জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছে পুষ্পা। সবমিলিয়ে পুষ্পা-র সেই লক্ষ্যে উপনীত হওয়া নিয়ে বেজায় খুশি ব্যক্ত করেছেন অনেকেই এবং কামনা করেছেন তাঁর শ্রীবৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন।