শিলচরের লক্ষ্মী ট্রেডিং কোম্পানির দোকানে GST বিভাগের অতর্কিত অভিযান

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,২১ জানুয়ারি:: শিলচরে GST বিভাগের অতর্কিত অভিযান চামড়াগুদামের লক্ষ্মী ট্রেডিং এর দোকানে। আজ বিকেলে গুটখা, মশলা এবং ধূপকাঠি বিক্রি করা লক্ষ্মী ট্রেডিং কোম্পানির দোকান এবং গুদামে অভিযান চালান GST দল। গুয়াহাটি এবং শিলচরের GST বিভাগের কর্মকর্তারা যৌথভাবে আজকের এই অতর্কিত অভিযান চালায়। দোকানের মালিক রাজেশ শেঠি জানতেন না কেন GST বিভাগ এই অভিযান চালিয়েছে। তবে খবর লেখা পর্যন্ত, কোনও নথিপত্র জব্দ বা জরিমানা আরোপের কোনও খবর নেই।