ধর্মনগর প্রতিনিধি র সংযোজন :- এভিবিপির উদ্যোগে পতাকা উত্তোলন ধর্মনগরে!
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন ধর্মনগরে।
বিদ্যার্থী পরিষদ ভারতমাতার প্রতিচ্ছবি, স্বামী বিবেকানন্দ সহ মা সরস্বতী দেবীর প্রতিচ্ছবি তে পুষ্পার্ঘ্য অর্পণ করে পতাকা উত্তোলন করতে দেখা যায়।

তাঁরা প্রতিবারের মতো এবারও সক্রিয় ভূমিকা নিয়ে ৭৯ তম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে মুখর করে তুলে ধর্মনগর সহ আশপাশ এলাকা।