গাঞ্জাখাউরি ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ সম্পন্ন হয়

জেলা হাইলাকান্দি ঈদ উল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী পরিবেশ

যুব বিচিত্রা প্রতিনিধি,হাইলাকান্দি,৩১ মার্চ: সমগ্র দেশের সাথে সংহতি রেখে হাইলাকান্দি জেলার সাহাবাদ জিপির অন্তর্গত গাঞ্জাখাউরি ঈদগাহের ময়দানে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ঈদ-উল-ফিতরের নামাজ সম্পন্ন হয়।সোমবার গাঞ্জাখাউরি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৮ টায় অগুণিত ইসলাম ধর্মাবলম্বীদের উপস্থিতিতে। এদিন ঈদের নামাজ পাঠ করেন হাজী মওলানা বিলাল উদ্দিন বরভূইয়া সাহেব। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ও বিশ্বশান্তি কামনা করেন এবং ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন ।

এছাড়া সভাপতি আবুল হোসেন সাহেব ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদগাহের উন্নতির জন্য বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, পাশাপাশি বক্তব্য রাখেন কাটলিছড়া সমষ্টির প্রাক্তন জেলা পরিষদ সদস্য ইমরুল আলম লস্কর। ঈদের নামাজ যাহাতে সুন্দর ও সুষ্টভাবে হয় সে ক্ষেত্রে ঈদের দু-এক দিন আগ থেকে ঈদের আগের রাত পর্যন্ত ইদগাহে সবধরনের প্রস্তুতি নিতে দেখা যায়। ঈদগাহ কমিটির প্রেসিডেন্ট আবুল হোসেন সাহেব সেক্রেটারি সুফিয়ান সিদ্দিকী স্যার, কোষাধ্যক্ষ হাসান আহমেদ, জুবাইর হোসেন, আবুল হোসেন সহ অন্যান্য কমিটিবৃন্দ। এদিকে ঈদ উপলক্ষে প্রত্যেক বছরের মতো বিভিন্ন রকমের খেলনার দোকান সহ বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে। ঈদের আনন্দ উপভোগ করতে উপচে পড়ে ইসলাম ধর্মাবলম্বীদের ভিড়। সবমিলিয়ে জেলা হাইলাকান্দিতে ঈদ উল ফিতর উপলক্ষে এক ব্যতিক্রমী পরিবেশ চোখে পড়ে।