ফিট ২৪ ডি জে প্রিমিয়ার লীগ ২০২৫ এর চ্যাম্পিয়ান টিম ঠান্ডার্স

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি,২৭ জানুয়ারি: প্রতি বছরের ন্যায় এবারও সম্পন্ন হলো দক্ষিণ জষ্ণাবাদ ক্রিকেট প্রিমিয়ার লিগ। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলার লালা, দক্ষিণ জষ্ণাবাদে ফিট ২৪ ডিজে প্রিমিয়ার লিগের ক্রিকেট ফাইনেল খেলা অনুষ্টিত হয়। ফাইনালে জয়ী হয় টিম ঠান্ডার্স। বিশাল ব্যবধানে পরাজিত করে টিম রাইডার্স কে। উল্লেখ্য, প্রতিযোগিতাকে সুন্দর ও আকর্ষণীয় করতে সম্পূর্ণ দায়িত্বে ছিলেন ফিট ২৪ এর প্রোমোটার তথা আন্তর্জাতিক মানব অধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ কাউন্সিল এর ডেপুটি চেয়ারম্যান মনোয়ার হুসেন বড়ভুইয়া, জয়েনিং ফী ছাড়া এই প্রতিযোগিতাকে সম্পুর্ণ বিনামূল্যে সুযোগ দিয়ে নিজের কাঁধে নিয়ে যাবতীয় কিছু নিজের খরচ সহ ট্রপি এবং প্রাইজ মানিও নিজ থেকে প্রদান করেন। সম্পূর্ণ প্রতিযোগিতার মুখ্য আয়োজক হিসেবে ছিলেন ফিট ২৪ এর প্রোমোটার মনোয়ার হুসেন বড়ভুইয়া, পরিচালনা কমিটির সভাপতি ইমাদাদুর রহমান, কার্যকারী সভাপতি মুজাক্ষির হুসেন সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্ডি – নিমাইচান্দপুর জেলা পরিষদের প্রার্থী দিলোয়ার হুসেন বরভূঁইয়া, সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইকবাল হুসেন , ক্রীড়াবিদ মুক্তাদির হুসেন চৌধুরী , রিয়াজ উদ্দিন সহ প্রমুখ। এ প্রতিযোগিতায় সেরা শিক্সার ও ফাস্টেস্ট ফিফটি ট্রপি সহ নগদ অর্থ তুলে দেন মনোয়ার হুসেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। মুখ্য অতিথি দিলোয়ার হুসেন বড়ভুইয়া বিজয়ী দলের অধিনায়ক শাহরুল ইসলামের হাতে ট্রপি সহ নগদ অর্থ এবং রানার্স দলের মালিক জাকারিয়া হুসেনের হাতেও ট্রপি সহ নগদ অর্থ তুলে দেন। এ ফাইনেল মেচের মেন অফ দ্যা ম্যাচ হন রোহন নাথ, হিটার ভিকি শুক্লবৈদ্য, সেরা কেচ ও ফিল্ডার মিনাজুর রহমান, সিনিয়র সিকান্দার ইমদাদুর লস্কর। এসবের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণের পর আমন্ত্রিত সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করা হয়।