যুব বিচিত্রা প্রতিনিধি,লামডিং,২১ জানুয়ারি: সৎসঙ্গ এর আহ্বানে উত্তর পূর্ব রেলের সক্রিয় সহযোগিতা। শিলচর – কাটলিছড়ায় বিশেষ রেল পরিষেবা ২৩ জানুয়ারি। উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ কে উৎসব কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন। এদিকে, হাইলাকান্দি জেলাভিত্তিক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উদযাপন ঘিরে প্রস্তুতি চূড়ান্ত। ২২ জানুয়ারি বুধবার সকালে উৎসবের শুভ উদ্বোধন। ২৩ শে জানুয়ারি বৃহস্পতিবার দিনভর বিভিন্ন কর্মসূচি নিয়ে আয়োজিত হতে চলছে সৎসঙ্গের হাইলাকান্দি জেলাভিত্তিক মহা মহোৎসব।উৎসব কে কেন্দ্র করে শিলচর তথা বরাক উপত্যকার সৎসঙ্গীদের সুবিধার্থে উত্তর পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ রেল শিলচর – কাটলিছড়া রুটে দেওয়া হয়েছে।

যা শিলচর থেকে সকাল ৬.৩০ মিনিটে ছাড়বে রেল,কাটলিছড়ায় ৯.১০ মিনিটে পৌঁছবে। কাটলিছড়া থেকে রাত ১০টায় ছাড়বে শিলচরে পৌঁছবে রাত ১২.৪০ মিনিটে। শিলচর থেকে কাটলিছড়া যাওয়ার পথে সবকটি রেলওয়ে স্টেশনে থাকবে স্টপিজ। সবমিলিয়ে শিলচর থেকে কাটলিছড়া উৎসবে যোগদান করতে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ বিরাট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং অন্যতম ভূমিকা পালন করেছে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। তাই উৎসব কমিটির পক্ষ থেকে রেল কর্তৃপক্ষ এবং রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন কে ধন্যবাদ জানান।
