শুশীল কুমার সিনহা,কাটিগড়া,২১ জানুয়ারি: কাটিগড়ায় অস্থায়ী বাসস্থান বিধায়ক কমলাক্ষ্যের। রবিবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয়ধ্বনি ও বন্দে -পুরুষোত্তমম্ ধ্বনি দিয়ে কাটিগড়ার নতুন গৃহে প্রবেশ করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ।
২০২৬ বিধানসভা নির্বাচন কে লক্ষ্য রেখে এখন থেকেই দৌড়ঝাঁপ শুরু হয়েছে দলীয় টিকিট প্রত্যাশীদের। তাঁর মধ্যে অন্যতম দাবিদার হিসেবে দৌড়ঝাঁপ তুঙ্গে বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ র। কাটিগড়ার মাঠ চষে বেড়াচ্ছেন বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ। পুরকায়স্থ উত্তর করিমগঞ্জ থেকে কাটিগড়ার ময়দান চষে বেড়ানো কিছুটা কষ্টকর হওয়ার ফলে অস্থায়ী আস্তানা গড়তে বাধ্য হলেন কাটিগড়ায়। বিধায়ক পুরকায়স্থ আজ নিজ আরাধ্য দেবতা র জয়ধ্বনি ও বন্দে-পুরুষোত্তমম্ ধ্বনি দিয়ে কাটিগড়ার নিজ আস্তানা য় প্রবেশ করতে দেখা যায়। বিধায়ক পুরকায়স্থ র গৃহ প্রবেশ এর সময় সঙ্গে ছিলেন শ্রীভূমি সৎসঙ্গ বিহারের ইনচার্জ প্রসেনজিৎ দাস চৌধুরী (কাজু দা) সহ দলীয় সমর্থকদের উপস্থিতি চোখে পড়ে।
