বিরল দৃশ্য ক্যামেরাবন্দী পর্যটকদের ক্যামেরায়
যুব বিচিত্রা প্রতিবেদন,কাজিরাঙা: বিশ্বের জাতীয় উদ্যান কাজিরাঙায় প্রতিনিয়ত দর্শকদের আকর্ষণ এর কেন্দ্র বিন্দু তে পরিণত করছে বন্যপ্রাণী রা। যা এবার ও বন্য রাজা একটি জ্যান্ত হরিণ শিকার করে পর্যটকদের সামনে অনেক সময় দেখা দিয়ে নিজ গন্তব্যে পৌঁছে।কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে প্রতিদিন পর্যটকদের জন্য বিরল দৃশ্য ক্যামেরাবন্দী হয় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের। আর এইবার হলো বাঘের মুখে জ্যান্ত হরিণ শিকার এর দৃশ্য। এই দৃশ্য দেখে পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্র বিন্দু তে পরিণত হয়েছে কাজিরাঙা।