হাইলাকান্দি জেলাভিত্তিক শ্রী শ্রী ঠাকুরের মহা-মহোৎসব ঘিরে প্রস্তুতি চূড়ান্ত কাটলীছড়ায়

যুব বিচিত্রা প্রতিনিধি,কাটলিছড়া,১৭ জানুয়ারি: কাটলিছড়া সৎসঙ্গ বিহারের পাশে থাকা খেলার মাঠে আয়োজিত হবে এই মহা মহোৎসব।


বুধবার সকাল সাড়ে নয়টায়:উৎসব উদ্বোধন এর দিন অর্থাৎ ২২ জানুয়ারি বুধবার সকালে থাকবে মাতৃ সম্মেলন এবং জেলা ভিত্তিক শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান,এদিন মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যায় সমবেত প্রার্থনা, নাম জপ, নাম সংকীর্তন এবং প্রদীপ প্রজ্জ্বলন সহ মঙ্গল ঘট সহযোগে মায়েদের শোভাযাত্রা।
পরদিন অর্থাৎ ২৩ শে জানুয়ারি বৃহস্পতিবার ব্রহ্ম-মূহুর্তে বেদ মাঙ্গলিকি সহ প্রভাতী প্রার্থনা সহ ঊষা কীর্তন।


সকাল ১০টায়:
শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা।


সকাল ১১টায়:
অতিথি শিল্পীদের দ্বারা পরিবেশিত ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান।


সকাল ১২ টায়:
ভাণ্ডারা মহাপ্রসাদ বিতরণ।


২-৩০ মিনিটে :
ধর্মসভা, বতর্মান যুগ সমস্যার সমাধানে শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ ও জীবন চলনা নিয়ে বক্তব্য।সন্ধ্যা ৪-৪৭ মিনিটে:
প্রাত্যহিক সান্ধ্য বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, আলোকসজ্জা।


সন্ধ্যা ৫-৩০ মিনিটে:
আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের প্রধান উৎসব বিহু কে কেন্দ্র করে বিহু নৃত্য তৎপর মহা মহোৎসবের সমাপ্তি ঘোষণা।আর সেই পুণ্য মহা মহোৎসব হতে চলছে আগামী ২৩ জানুয়ারি কাটলীছড়া সৎসঙ্গ বিহারের সম্মুখস্থ ময়দানে।


দুদিনব্যাপী এই উৎসব কে ঘিরে সবধরনের প্রস্তুতি চলছে জোরকদমে, জেলার প্রতিটি ঘরে ঘরে আমন্ত্রণ পৌঁছে দিতে ও দেখা যাচ্ছে আয়োজকদের। যা এবার সৎসঙ্গের বর্তমান আচার্য্যদেব শ্রীশ্রী অর্ক্যদুতি চক্রবর্তী এবং পঞ্চম পুরুষ পূজনীয় অবিন দাদার ঐশী প্রেরণায় প্রথম বারের মতো হাইলাকান্দি জেলা ভিত্তিক উৎসব আয়োজন করতে বিপুল উৎসাহ নিয়ে তৎপর হতে দেখা গেছে হাইলাকান্দি জেলার প্রতিটি সৎসঙ্গীদের।


এই উৎসব সর্বাত্মক সফল করতে বরাক উপত্যকার সকল ভক্ত প্রাণ দের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক-মণ্ডলী।