বিশেষ প্রতিনিধি শিলচর,২০জুন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক তথা যুব বিচিত্রা পত্রিকার উপদেষ্টা রত্নজ্যোতি দত্ত কে “যুব বিচিত্রা ” পত্রিকার সংখ্যা এবং ফুলাম গামোছা দিয়ে সম্মান জানানো হয়। নতুন দিল্লি থেকে বরাক উপত্যকা সফরকালে শিলচর আবর্ত ভবনে সম্মান জানানোর পাশাপাশি একান্ত আলাপচারিতায় মিলিত হয় যুব বিচিত্রা সম্পাদক সানি রায়।

আন্তজার্তিক স্তরের খ্যাতি সম্পন্ন সাংবাদিক রত্নজ্যোতি দত্ত বেশির অংশ বিদেশে এবং নতুন দিল্লি তে স্থায়ী বসবাস। তাই উনাকে যুব বিচিত্রা পত্রিকার পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানোর পাশাপাশি পত্রিকার অগ্রগতি এবং আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার পরামর্শ নেন। তৎসঙ্গে পত্রিকার উপদেষ্টা রত্নজ্যোতি বাবু ও নির্ভীক এবং নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের কৌশলী পরামর্শ দেন। তৎসঙ্গে আন্তর্জাতিক স্তরের সংবাদ পরিবেশনে ও তিনি সহায়তা করার প্রতিশ্রুতি দেয় যুব বিচিত্রা কে।