যুব বিচিত্রা প্রতিবেদন, গৌহাটি: আয়বহির্ভূত সম্পত্তির মামলায় সিএম ভিজিল্যান্সের অভিযান।
সিএম ভিজিল্যান্স ধুবরি বন সংমণ্ডল আধিকারিক হিরণ্য পাঠকের বাসভবনে অভিযান চালায়। পাঠকের বিরুদ্ধে ৩/২৫ নম্বরে মামলা রুজু হয়েছে। ধুবরি জেলায় বন মাফিয়াদের অনেক অবৈধ কার্যকলাপ রয়েছে। অবৈধ ব্যবসার ঘাঁটি স্থাপনে সহযোগিতায় রয়েছে বন বিভাগ।তাই মুখ্যমন্ত্রী র ভিজিলেন্স দল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যে কোন মুহুর্তে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে ধুবরি বন সংমণ্ডল আধিকারিক হিরণ্য পাঠক।
