সংবাদ সংস্থা :- রাশিয়ার সর্বদা পাশে থাকবে উত্তর কোরিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমনই বার্তা দিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। শুধু তাই নয়, পুতিনকে ‘প্রিয় কমরেড’ বলেও সম্বোধন করেছেন কিম। রাশিয়ার সর্বদা পাশে থাকবে উত্তর কোরিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমনই বার্তা দিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। শুধু তাই নয়, পুতিনকে ‘প্রিয় কমরেড’ বলেও সম্বোধন করেছেন কিম। কেসিএনএ -র প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ‘রাশিয়া দিবস’ উপলক্ষে পুতিনকে পাঠানো এক বার্তায় কিম রুশ প্রেসিডেন্টকে তাঁর ‘প্রিয়তম বন্ধু’ বলে অভিহিত করেছেন। পাশাপাশি, উত্তর কোরিয়া এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসাও শোনা গিয়েছে কিমের গলায়।
কিমকে উদ্ধৃত করে বলা হয়েছে, “ডিপিআরকে (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া)-রাশিয়া সম্পর্ককে তরান্বিত করা।’ প্রথমবার পিয়ংইয়ং নিশ্চিত করেছে যে, তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য তাদের সেনা পাঠিয়েছে।
Kim Jong Un :- পুতিনকে পূর্ণ সমর্থন কিম জংয়ের, বললেন, ‘আমার প্রিয় কমরেড’
