কাছাড় পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণে বাজেয়াপ্ত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট

Cachar Police Drug Seizure Operation, Large Quantity of Heroin and Yaba Tablets Confiscated

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর: গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ অবৈধ মাদকদ্রব্য পরিবহনের বিরুদ্ধে ১৪ জানুয়ারি পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেন। একটি AS- 01NC/6799 নম্বরের কনটেইনার ট্রাক শিলচর বাইপাসে আটক করা হয়। পুলিশ তল্লাশি করে গাড়ির গোপন চেম্বার থেকে সন্দেহভাজন হেরোইনযুক্ত ৪ টি সাবান কেস উদ্ধার করেন, যা প্রায় ৪৪ গ্রাম ওজনের। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন জামানুর মজুমদার, গঙ্গানগর চতুর্থ খণ্ডের এবং অন্যজন হল এম আহমেদ লস্কর, নবুন রামনগর চতুর্থ খণ্ডের বাসিন্দা। পুলিশ সুপার নুমাল মাহাত্তো জানান, বাজেয়াপ্ত মাদকদ্রব্যের দাম প্রায় ষাট লক্ষ টাকা।

অপরদিকে আরেকটি অভিযান চালিয়ে সোনাইয়ের রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন পবিন্দ্র রিয়াং, খাকড়াখাল ধোলাই এর, দ্বিতীয়জন বাহারুল ইসলাম লস্কর, মোহনখাল, কচুদরমের এবং তৃতীয়জন প্রভাত বর্মণ, সিমিদ নগর, কচুদরমের বাসিন্দা। তাদের কাছ থেকে ৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি একটি স্কুটিও জব্দ করা হয়। বাজেয়াপ্ত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩ কোটি টাকা। সবমিলিয়ে পৃথক দুটি অভিযানে কাছাড় পুলিশের ব্যাপক সাফল্য।