কালিনগর সারদাচরণ দে কলেজে মুখ্যমন্ত্রীর নিযুঁত ময়না আঁচনি ফর্ম ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বুধবার!

সুরজিৎ দাস পাঁচগ্রাম, ০৬ আগস্ট :- শিক্ষার্থীরা লাভ করবেন মুখ্যমন্ত্রী নিযুঁত ময়না আঁচনির দ্বারা । বুধবার সারদা চরন দে কলেজে, যুবতী ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় নিযুঁত ময়না আঁচনির ফর্ম । রাজ্যের মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে হাইলাকান্দি জিলার অতিরিক্ত জেলা আয়ুক্ত এল নাইডিং উপস্থিত থেকে যুবতী ছাত্রীদের হাতে তুলে দেন নিযুঁত ময়না আঁচনির ফর্ম। সারদা চরণ দে কলেজের অধ্যক্ষ্যা সম্পা দেব কানুনগো বলেছেন, “নিযুঁত মইনা আঁচনি” হল অসম সরকারের একটি কল্যাণমূলক প্রকল্প, যার লক্ষ্য হল রাজ্যের প্রতিটি যুবতী ছাত্রীকে তাদের শিক্ষাগত স্বপ্ন পূরণে সহায়তা করা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মহাশয়ের এই প্রকল্পটি “শিক্ষা ক্ষেত্রে সর্বাঙ্গীন ও পরিবর্তনশীল” বলে আশা প্রকাশ করেছেন। এই প্রকল্পের অধীনে, রাজ্য সরকার যুবতী শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করে থাকে। এই প্রকল্পের অধীনে, যুবতী শিক্ষার্থীরা তাহাদের সুবিধাগুলি প্রদান করতে পারবে যেমন “বৃত্তি” মেধাবী ও অসহায় দরিদ্র যুবতী ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়। শিক্ষার সরঞ্জাম সরবরাহ: বিনামূল্যে পাঠ্যপুস্তক, পোশাক এবং অন্যান্য শিক্ষার সরঞ্জাম সরবরাহ করা হয়।
শিক্ষার সুযোগ বৃদ্ধি মেয়েদের জন্য উচ্চ শিক্ষা এবং কারিগরি শিক্ষার সুযোগ বৃদ্ধি করা।

স্বাস্থ্য ও সচেতনতা কার্যক্রম :-

মেয়েদের স্বাস্থ্য এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই প্রকল্পটি রাজ্যের মেয়ে শিশুদের শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এটি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করবে। উচ্চতর মাধ্যমিক, স্নাতক এবং স্নাতোকোত্তর পৰ্যায়ের অধ্যায়নের জন্য এই ধন প্ৰদান করবে । ভারতীয় জনতা পার্টির আসাম রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণাকার বলেন যে মুখ্যমন্ত্রীর দেওয়া এই নিযুঁত ময়না আঁচনি অনেক ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে বলে আশা করেন। কালিনগর সারদাচরণ দে কলেজের ইতিহাস বিভাগের দ্বায়িত্বে থাকা অধ্যাপক বিক্রম চক্রবর্তী বলেছেন, মেট্ৰিক পরীক্ষা উত্তীৰ্ণ হোওয়া ছাত্রীসকলে একাদশ শ্ৰেণীত নামভৰ্তি করলে ছাত্ৰীয়ে প্রতি মাসে ১ooo টাকা লাভ করবে । সেইভাবে স্নাতকে নামভৰ্তি করলে যুবতী ছাত্রীসকলে লাভ করবে প্রতি মাসে মাসে ১২৫০ টাকা ।
এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির আসাম রাজ্যিক সহ সভানেত্রী মুন স্বর্ণকার , অধ্যাপক অভিষেক দেব, অধিবক্তা প্রিতিশ কান্তি দাস ও কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা গণ ও কলেজের সকল কার্যকর্তাগণ প্রমুখ।