যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর: গত ৩১ শে ডিসেম্বর ২০২৪ ইং চাকরি জীবন থেকে অবসর নেন বরাক উপত্যকা র তথা কাছাড়ের সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুষেন মজুমদার। তাঁর এই অবসর গ্রহণে ঔষধ বিক্রেতা বা ঔষধ সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে তাঁকে বিদায়ী সংবর্ধনা জানাতে দেখা যায়। সম্প্রতি, শিলচরের এক অভিজাত্য হোটেলের কনফারেন্স হলে বরাক উপত্যকার সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সদ্য অবসর গ্রহণকারী সুষেন মজুমদারকে বিদায়ী সংবর্ধনা ও নতুন সিনিয়র ইন্সপেক্টর ইলিয়াস মন্ডলকে স্বাগত জানানো হয়। এই অনুষ্ঠানটি আয়োজিত হয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এস.কে ফার্মার পক্ষ থেকে। বিদায়ী সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুষেন মজুমদার বক্তব্যে বলেন, তিনি ১৯৯৪ সালে চাকরিতে যোগদান করেন এবং কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও ডিমাহাসাও জেলায় সুনামের সাথে কাজ করেছেন। বিশেষভাবে কাছাড় জেলায় ঔষধ ব্যবসায়ীদের সহযোগিতা ও জনগণের আন্তরিকতার কথা তুলে ধরেন। তিনি জানান, শিলচরের ঔষধ ব্যবসায়ীরা শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, সামাজিক কাজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, এবং এস.কে ফার্মার কর্তৃপক্ষ বিশেষভাবে এই কাজগুলোতে অগ্রণী ভূমিকা পালন করেছে।

এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন শান্তনু ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর কমিশনার সজল আচার্য্য, কাছাড় জেলা কংগ্রেসের জন চৌধুরী, আইনজীবী সুপর্ণা মজুমদার সহ অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠানে সুষেন মজুমদারের আবেগপূর্ণ বক্তব্য উপস্থিত ঔষধ ব্যবসায়ীদেরও আবেগিত করে তোলে। সবমিলিয়ে সুষেন মজুমদার এর অবসর গ্রহণের পর বরাক উপত্যকার এই সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর পদ শূন্য হয়ে পড়েছে। ড্রাগ কন্ট্রোল বা সরকারের এর পক্ষ থেকে কোনো ধরণের পদক্ষেপ পরিলক্ষিত হয় নি। সম্ভবত পদটি বাতিল করার এক চক্রান্ত চলছে বলে সূত্রের খবর। তবে বরাক উপত্যকার জনপ্রতিনিধি রা যদি সজাগ সচেতন হয়ে বরাক উপত্যকার স্বার্থে এই সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর পদ টি বাঁচিয়ে রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করার দাবী অনেকেই তুলছেন। তবে বরাক উপত্যকার ঔষধ ব্যবসায়ীদের মধ্যে এক অপূরণীয় অভাব অনুভব করতে সক্ষম হয়েছে সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুষেন মজুমদার এর অবসর গ্রহণের পর।