শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছুটে এলো ছয়টি অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি

A devastating fire in Silchar causing severe damage to a warehouse and house.

তাপস রঞ্জন নাথ, শিলচর,১৬ জানুয়ারি: আজ সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড শিলচরে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


শিলচর সদরঘাটের মিলন মন্দির বিবাহ ভবনের পেছনে থাকা একটি গোডাউনে ভয়ংকর অগ্নিকাণ্ড সংঘটিত হয় সকালবেলা। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোডাউন সহ একটি বাসগৃহ।বৃহস্পতিবার সাত সকালে শিলচর রংপুর চকেশ্বরী গুদাম সহ বাসগৃহে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে বলে খবর।স্থানীয়রা অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বড়োসড়ো অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এই ভয়ংকর অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার সামগ্রী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।