উৎসর্গ রায়, ধর্মনগর ২১ জুন :- “স্বাস্থ্যই সম্পদ” – এই মূলমন্ত্রকে সামনে রেখে আজ ধর্মনগরে পালিত হলো ১১তম আন্তর্জাতিক যোগা দিবস। ভোরের আলো ফুটতেই ধর্মনগর শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায় যোগচর্চার প্রাণবন্ত ছবি। তবে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধর্মনগরের কেন্দ্রীয় মাঠে, যেখানে বিপুল সংখ্যক মানুষ যোগ দিবস উদযাপনে অংশ নেন।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর ত্রিপুরার জেলাশাসক চাঁদনী চন্দ্রান, মহকুমা শাসক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সকালবেলা আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নানা বয়সের মানুষ। যোগ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে করা হয় সূর্য নমস্কার, প্রাণায়াম, ধ্যান, ও বিভিন্ন যোগাসনের প্রদর্শনী। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে নেতৃবৃন্দ জানান – “আজকের দ্রুতগতির জীবনে মানসিক ও শারীরিক সুস্থতার জন্য যোগা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে আজ বিশ্বজুড়ে যোগার গুরুত্ব স্বীকৃতি পেয়েছে।”
অনুষ্ঠান শেষে বিতরণ করা হয় প্রশংসাপত্র ও যোগা সংক্রান্ত তথ্যপুস্তিকা। যোগ দিবস ঘিরে ধর্মনগরে ছিল উৎসবমুখর পরিবেশ এবং সকলের অংশগ্রহণে এটি হয়ে উঠেছে এক স্মরণীয় দিন।
“ধর্মনগরে আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণকারীদের সঙ্গে বনমন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষ বার্তা দেন– স্বাস্থ্যই হোক অগ্রাধিকার।”
এদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ব যোগ দিবসের। আসাম রাজ্যের প্রত্যেক জেলায় পালিত হয় ১১ তম বিশ্ব যোগ দিবস। প্রদর্শনী হয় রকমারি প্রাণায়াম,যোগ সহ ইত্যাদি।