সুজন চক্রবর্তী, নয়া দিল্লি, ২৯ আগস্ট :- প্রত্যেক ভারতীয়কে দম্পতিকে তিনটি করে সন্তান নেওয়ার নিদান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের। তাঁর দাবি, বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, তিনটির কম সন্তান হলে বংশ বিস্তারের গতি কমে যায়। এর ফলে সেই পরিবার তথা কোন ও সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। বৃহস্পতিবার ২৮ আগস্ট আরএসএসের প্রতিষ্ঠা শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তাঁর মন্তব্য, দেশে জন্মহার ২:১ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। “সংঘ প্রধান” বলেন, ভারতের জনসংখ্যা নীতিতে ২:১ সন্তান থাকার পরামর্শ দেওয়া হয়, যা গড় হিসেবে ঠিক আছে। কিন্তু আপনার কখন ওই ০:১ সন্তান থাকতে পারে না। গণিতে ২:১ হলে ২ হয়, কিন্তু যখন জন্মের কথা আসে, দুইয়ের পরে তিন জন হতে হয়। চিকিৎসকরা আমাকে এটাই বলেছেন। তাই ভারতীয় নারীদের তিন সন্তান নেওয়ার “পরামর্শ” দিয়ে দাবি করেছেন, অন্যান্য দেশেও এমন নীতির প্রচলন রয়েছে। তাই ভারতীয় সভ্যতা সংস্কৃতির দেশেই তা প্রয়োজন। অন্যদিকে, মহিলা সমাজে আরএসএস প্রধানের মন্তব্য নিয়ে বিরূপ প্রতিক্রিয়া র সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা এবং সামাজিক দায়বদ্ধতার নীতিমালা একটা ব্যক্তি স্বত্তা ও স্বতন্ত্র তাই সবকিছু যেন খোলামেলা না করে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা হয় তেমনটা প্রতিক্রিয়া প্রস্ফুটিত হয়।
তিন সন্তান নেওয়ার নিদান আরএসএস প্রধান মোহন ভাগবতের, অন্যদিকে মহিলা সমাজে বিরূপ প্রশ্ন
