অসমে পদার্পণ কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহের!

যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি, ২৯ আগস্ট :- রাজভবন উদ্বোধন সহ বিভিন্ন মূল্যবান কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অসমে পা রাখলেন গৃহ মন্ত্রী অমিত শাহ

অমিত শাহ কে গৌহাটি গোপীনাথ বড়দলৈ বিমান বন্দরে রাজ্যিক বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া উষ্ণ অভিনন্দন জানান। সহযোগ নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য কেবিনেট মন্ত্রী সাংসদ সহ বিজেপি র নেতৃবৃন্দরা।

এদিকে,আজ শুক্রবার সাজ সাজ রব মহানগরীর খানাপাড়া ময়দান, আজ বিকেলে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে বেশকটি প্রকল্পের উদ্বোধন সহ দলীয় কার্যক্রম নিয়ে সমাবেশে ভাষণ শুনতে রাজ্যের কর্মী সমর্থক রা গতকাল রাতেই মহানগরে পৌঁছান।

এদিকে অমিত শাহের সফর ঘিরে মহানগর পুলিশের তৎপরতা বৃদ্ধি, স্বচ্ছতার উপর জোর। প্রশাসনিক সক্রিয়তায় অমিত শাহের সফর ঘিরে আনন্দের বাতাবরণ মহানগর জুড়েই!