শিলচরে আয়োজিত রাষ্ট্রীয় স্তরের ক্যারাটে ডু প্রতিযোগিতা, ব্যাপক সাড়া শহরজুড়ে!

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২৬ আগস্ট :- শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে শতকান ক্যারাটে ডু ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এর উদ্যোগে প্রথম রাষ্ট্রীয় স্তরের ক্যারাটে ডু প্রতিযোগিতা আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্দ বিধানসভা সমষ্টির বিধায়ক মিহির কান্তি সোম , সভানেত্রী প্রিয়াঙ্কা রায় সম্পাদক বাবুল কর্মী প্রসাদ, কোষাধ্যক্ষ রাজু তন্তুবায় সহ-সভাপতি শোভন ভট্টাচার্য কোচ সিজান অমিত কুমার শাহ ও অন্যান্য বিশিষ্ট জনেরা।

এদিন আয়োজক সমিতির পক্ষ থেকে অপর্ণা কুর্মি, শিল্পী তন্তুবায়, মিনা কুমারী শাহ, মিনি নুনিয়া, বেবি শর্মা রেবিতা শর্মা, রবিতা সিং, মাম্পি ভট্টাচার্য , উদিত চৌবে, সুচিত্রা পান্ডে উপস্থিত থেকে প্রতিযোগিতা কে সর্বাঙ্গ সুন্দরভাবে সম্পন্ন করেন।

উল্লেখযোগ্য যে, আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিভান অমিত কুমার শান ও অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতার মূল লক্ষ্য ছাত্র-ছাত্রীদের বাহ্যিকভাবে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক স্তরের মঞ্চে উৎকৃষ্ট পারফরমেন্স প্রদর্শন করা ও নিজের দেশের জন্য পদক আনা, প্রতিযোগিতা কে কেন্দ্র করে বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক কর্মকর্তারা। এদিনের আয়োজন ছিল দেখার মতো এবং বেশকিছু শিক্ষণীয় পরিবেশে সুসম্পন্ন হয় রাষ্ট্রীয় স্তরের ক্যারাটে ডু প্রতিযোগিতা।