ধর্মনগরে শূন্য এনজিওর উদ্যোগে পরিত্যক্ত পার্ক সহ অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারের উদ্যোগ

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৪ আগস্ট :- রবিবার ধর্মনগরের ডিএনভি মাঠের বিপরীতে অ্যাথলেটিক ক্লাবের পাশের পরিত্যক্ত পার্ক সহ বেশকটি অস্বচ্ছ স্থানে অভিযান চলে স্বচ্ছতার। স্বেচ্ছাসেবী সংগঠন “শূণ্য” র উদ্যোগে অভিযানে নামে যুব সমাজকেন্দ্রিক এনজিওর সকল সদস্য সহ কর্মকর্তারা। ভগত সিংহের মূর্তির নিকটে অবস্থিত এই পার্কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল এবং আবর্জনায় ভরে গিয়েছিল।

স্থানীয়দের কাছে এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএনভি মাঠ প্রতিদিন সকাল-বিকেল শিশু ও তরুণ-তরুণীদের খেলাধুলার কেন্দ্র। পার্কের পিছনে থাকা পুকুর ব্যবহার হয় স্নানে, গৃহস্থালির নানা পূজা-পার্বণে, এমনকি বিবাহ অনুষ্ঠানেও জল সংগ্রহের জন্য। আশেপাশের শিশু-কিশোররা সেখানে সাঁতারও কাটে।

বহুদিন ধরে শূন্যর সদস্যরা লক্ষ্য করছিলেন, আবর্জনায় ভরা এই পার্ক স্থানীয়দের স্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই আজ তারা নিজের দায়িত্ববোধ থেকে পার্কটি পরিষ্কার করেন।

শূন্য সদস্যরা জানিয়েছেন, এ কর্মসূচি কেবল পরিচ্ছন্নতার জন্য নয়, সমাজের মানুষের নিরাপত্তা ও সুস্থতার স্বার্থে এবং সমাজকে স্বচ্ছতার বার্তা দিতে ই এ উদ্যোগ। সংগঠনটি স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে ভবিষ্যতে এই পার্ককে পরিচ্ছন্ন রাখতে এবং সবাইকে সচেতন হয়ে সমাজকে স্বচ্ছতার পথে এগিয়ে নিতে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে।