যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট :- সিপিআইএমের “ঘৃণ্য চক্রান্তের” প্রতিবাদে সরব হল খয়েরপুর
বিধানসভা। শুক্রবার খয়েরপুর মণ্ডলের উদ্যোগে চৌদ্দ দেবতার মন্দির প্রাঙ্গণ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়।
এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী, মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক
সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলটি খয়েরপুর বিধানসভার বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় খয়েরপুর পার্টি অফিসের
সামনে, যেখানে এক সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী অভিযোগ করেন, “সিপিআইএম দল নানাভাবে ঘৃণ্য
চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। প্রতিবাদ মিছিলে
কি বললেন বিধায়ক চক্রবর্তী