যুগের ফ্যাশান খোলামেলা আজসমাজ মরছে ধুকে,
ভেদাভেদ নেই আই লাভ ইউছেলে ও বুড়োর মুখে।
ছেলেরা ঢাকছে মেয়েরা খুলছে , মগ্ন-আত্মহারা
ডুগডুগি বেজে খেলাটা দেখায়।
বাজিগর সাজে তারা।
নগ্ন-পোশাক উদোম শরীর হওয়াতে ,
ভাসাতে চাই
শিববাবা ছোটে দুর্গার পিছু
চোখ ধাঁধা মহিমায়।
নাকে দড়ি দিয়ে দুর্গা টানে
বাঁধা থাকে ভোলানাথ,
পথে-ঘাটে তার ভিডিও ছবির
শো চলে দিনরাত।
মা ও মেয়েকে চেনা বড় দায়
বিউটি পার্লার গিয়ে
বুড়ি হয়ে যায় বছরের কুড়ি,
নকল রূপটা নিয়ে।
ঘরের লক্ষ্মী অ-লক্ষ্মী হয়
ভোলানাথ ভোলা থাকে,
পসরা সাজিয়ে নিজেকে ডুবাই
দোষ দিবে তবে কাকে।।
স্বদেশ বর্মন……………………..