এস সি পড়ুয়াদের জন্য বৃত্তির দরখাস্ত আহ্বান

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ২১ আগস্ট: রাজ্যের অনুসুচিত জাতি এবং পিছপড়া শ্রেণী কল্যাণ সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে রাজ্যের সরকারি, স্বীকৃতিপ্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত, প্রাদেশিকৃত, মিডিল ও নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলির প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফসিলি ছাত্র-ছাত্রীদের জন্য প্রিমেট্রিক স্কলারশিপ এর দরখাস্ত আহ্বান করেছেন।। দরখাস্তের ফর্ম website www. Directorwsc.assam.gov.in থেকে সংগ্রহ করে পূরণ করতে হবে। দরখাস্ত নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২০ সেপ্টেম্বর এর মধ্যে জমা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান গুলির প্রধানরা আগামী ১৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয় জমা দিতে হবে বলে হাইলাকান্দি মহকুমা কল্যাণ অধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।