৪৯৭নং নন্দীগ্রাম এলপি স্কুলে পতাকা উত্তোলন!

যুব বিচিত্রা প্রতিনিধি, কাটাখাল, ১৫ আগস্ট :- দেশের সঙ্গে সংহতি রেখে সর্বত্র উদযাপন ৭৯ তম স্বাধীনতা দিবস। উত্তর হাইলাকান্দির নান্দীগ্রাম ৪৯৭নং এলপি স্কুলে ও পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করতে

দেখা যায়। পরে স্কুল পড়ুয়া দের নিয়ে বিভিন্ন রকমের খেলাধুলা আয়োজন করে আজকের দিনটি ঐতিহ্যপূর্ণ ভাবে উদযাপন করেন স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক মাসুম আহমদ বড় ভূঁইয়া, শিক্ষক ললিত মুখার্জি, হিমাদ্রী শেখর দাস সহ স্কুল পড়ুয়া এবং অভিভাবকদের উপস্থিতিতে সাড়ম্বরে সম্পন্ন ৭৯ তম স্বাধীনতা দিবস