সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে চারদিনব্যাপী স্বাধীনতা দিবসের উদযাপন সম্পন্ন হয় আজ ১৫ ই আগস্ট!

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ১৫ ই আগস্ট :- বড়খলা বিধানসভা সমষ্টির অধীনস্থ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে চারদিনব্যাপী স্বাধীনতা দিবসের আয়োজন সম্পন্ন হয় ১৫ ই আগস্ট শুক্রবার বিকেলে।

মহাবিদ্যালয়ের আইকিউএসি, এনসিসি, এন এস এস এবং কলেজের সাজসজ্জ কোষ দ্বারা সমন্বিত ১২ আগস্ট ২০২৫ থেকে ১৫ আগস্ট ২০২৫ পর্যন্ত ধারাবাহিক ভাবে বিভিন্ন কাজের সাথে ৭৯ তম স্বাধীনতা দিবস ২০২৫ পালন

করেছে। চার দিনব্যাপী উদযাপনটি ১২ আগস্ট ২০২৫ তারিখে আইকিউএসি দ্বারা আয়োজিত একটি তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছিল। যা ড.সুরশিখা দেবনাথ, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ এবং

মিসেস চন্দা মেধি, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগের সমন্বয়ে হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মফিদুর রহমান, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সঞ্চুমা গোয়ারি কর্তৃক আয়োজিত হয় একটি বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয় ১৩ আগস্ট ২০২৫ এবং ১৪ আগস্ট ২০২৫ তারিখে। রঙ্গোলি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছিল এবং তারপরে পোস্টার তৈরির প্রতিযোগিতা

হয়েছিল। এই দুটি অনুষ্ঠানের সমন্বয় করেন কলেজের সাজসজ্জ কোষের সমন্বয়কারী মিস জেসমিন দেউরি এবং এনসিসি সমন্বয়কারী মিস রোজমেরি লালজারকিম মার।

অনুষদ সদস্যদের মধ্যে বিচারকের ভূমিকা পালন করেন অর্থনীতি বিভাগের প্রধান ডঃ দীপঙ্কর রায়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মধুমিতা ঘোষ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আয়েশা আফসানা,

ইংরেজি বিভাগের প্রধান ডঃ সেলিম এম হুসেন এবং মিস উষা কুমারী শাহ, ইংরেজি বিভাগের সহকারী ।
এনএসএসের প্রোগ্রাম অফিসার ডঃ সেলিম এম. হুসেনের তত্ত্বাবধানে এনএসএস সেল সদস্যদের সমন্বয়ে ১৪ আগস্ট ২০২৫ তারিখে একটি হর ঘর তিরঙ্গা র‌্যালিরও আয়োজন করা হয়েছিল।

১৫ আগস্ট ২০২৫ তারিখে সকাল ৮ ঘটিকায় কলেজের সব শিক্ষক এবং ছাত্রছাত্রীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপরে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কলেজের অধ্যক্ষ ড.সাহাবুদ্দিন আহমেদ, শিক্ষা সমন্বয়ক ড. বাহারুল আলম লস্কর, আইকিউএসি সমন্বয়ক ড.মফিদুর রহমান

এবং কয়েকজন অনুষদ সদস্য দ্বারা উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তৃতা রাখেন। কলেজের বিভিন্ন বিভাগের সকল অনুষদ সদস্য এবং শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিলেন এবং সম্মিলিতভাবে একে অপরকে সহায়তা করেন। এনসিসি

সমন্বয়কারী মিস রোজমেরি লালজারকিম মারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই চারদিনব্যাপী স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সত্যিকারের প্রশংসনীয় বললেন সচেতন নাগরিক মহল। আয়োজনে ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়।