লক্ষ্য ২০২৬ র বিধানসভা, শুরু হয়েছে টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ

শুশীল কুমার সিনহা, বড়খলা ০৫ আগস্ট :- বড়খলা সমষ্টির ডিলিমিটেশনে নতুন সংযুক্ত হয়েছে চেংদুয়ার চা বাগান নাচঘর জিপি। আজ জনগণের ডাকে বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ নাচ ঘরে উপস্থিত হয়ে বিভিন্ন সমস্যার কথা মন দিয়ে শুনেন এবং সমাধানের প্রতিশ্রুতি ও দেন। ২০২৬ আসলে লক্ষ্য নির্ণয় করেছে টিকিট প্রত্যাশীরা। দৌড়ঝাঁপ বেড়েছে শাসক বিরোধী দলের। এখন আর ঘরে বসার সময় নেই। দলীয় সুপ্রিমো র নির্দেশ

রয়েছে জনতা র সঙ্গে সম্পর্ক হীন দের এবার টিকিট নয়, বেজায় শর্ত সাপেক্ষে প্রদান করা হবে দলীয় টিকিট বললেন রাজ্য সভাপতি দিলীপ শইকীয়া।তারপর থেকেই দলীয় টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ আরো ও একধাপ বেড়েছে। বড়খলা বিধানসভার সমষ্টি পুনঃনির্ধারণ এর পর আজ প্রথমবার চেংদুয়ার জিপির বিভিন্ন স্থান পরিদর্শন

করেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, এবং এলাকার প্রধান ও গুরুত্বপূর্ণ সমস্যা গুলো শুনেন। এলাকার প্রধান সমস্যার মধ্যে রয়েছে মোবাইল নেটওয়ার্কের সমস্যা, গ্ৰামীণ রাস্তাঘাটের সমস্যা, বিশুদ্ধ পানীয় জলের সমস্যা।এসব সমস্যার কথা শুনে প্রাক্তন বিধায়ক কিশোর নাথ প্রতিশ্রুতি দেন ২৬ এর বিধানসভা নির্বাচনে বিধায়ক

নির্বাচিত হলে তার প্রথম কাজই থাকবে এই তিন এলাকার প্রধান সমস্যার স্থায়ী সমাধান‌। প্রাক্তন বিধায়ক কিশোর নাথের প্রতিশ্রুতি ও বিগত দিনের কর্মতৎপরতা দেখে এই এলাকার স্থানীয়রা এবার তাঁকে ই দলীয় প্রার্থী হিসেবে চাইছে জনতা। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বড়খলা থেকে বিজেপি দলের দলীয় টিকিট প্রাক্তন বিধায়ক কিশোর নাথ কে প্রদানের দাবিতে দলীয় সভাপতি সহ ঊধর্তন মহলের দৃষ্টি আকর্ষণ করেন গ্রামের জনতা।এদিন উপস্থিত

ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক জয়দত্ত গোয়ালা, ভবেশ জুড়িয়া, বিপিন জুড়িয়া, চেংদুয়ার চা বাগানের পঞ্চায়েত সভাপতি দীপক প্রজা, সমাজসেবী শিউ সাগর গৌড়,সহ অন্যান্যরা।