লায়ন্স ক্লাব অব বদরপুরের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির সম্পন্ন!

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ১২ আগস্ট :- লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এবং BVCL এর ব্যবস্থাপনায় সোমবার দেবেন্দ্র নগর স্থিত BVCL হেলথ সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিবিরে মোট ৮০ জন সাধারণ মানুষের

চোখের সমস্যার নির্ণয় ও চিকিৎসার উদ্দেশ্যে স্ক্রিনিং করা হয়। পরীক্ষার পর ১৩ জন ছানি পড়া রোগী শনাক্তকরণ করা হয় যাঁদের সবাইকে শিলচর লায়ন্স আই হসপিটালে বিনামূল্যে ইন্ট্রা অকুলার লেন্স (আই ও এল) সার্জারির জন্য প্রেরণ করা হয়েছে। একইসঙ্গে, চশমার প্রয়োজনীয়তা থাকা ৩০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়, যা

তাদের দৈনন্দিন জীবনে দৃষ্টিশক্তির উন্নতিতে সহায়ক হবে। এদিন উপস্থিত লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পক্ষে উপস্থিত ছিলেন বরিস্ট কর্মকর্তা প্রদীপ্ত কুমার দে, সুজিত কর, এনাম উদ্দিন, শমীন্দ্র পাল ও সমরজিৎ চক্রবর্তী। তাছাড়াও বিশেষ ভাবে সহযোগিতায় ছিলেন আইনজীবী লক্ষী দত্তগুপ্ত এবং লায়ন্স আই হসপিটালের

চিকিৎসক দল। এদিনের শিবির নিয়ে বিশদ জানিয়েছেন পি আর ও শমীন্দ্র পাল। প্রসঙ্গত, ২০২৫-২৬ লায়নস্টিক বছরে ক্লাবের এটি দ্বিতীয় বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এলাকায় ব্যাপক সাফল্য যোগায়।