দিল্লিতে একই পরিবারে খুন ৩ ব্যক্তি, তদন্তে দিল্লি পুলিশ

সুজন চক্রবর্তী, নয়া দিল্লি, ০৯ আগস্ট :- দেশের রাজধানী দিল্লিতে ২ কন্যা এবং স্ত্রীকে খুনের অভিযোগ উঠল ১ যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট ) রাতে ঘটনাটি ঘটেছে, দিল্লির কারওয়াল নগর এলাকায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের জেরেই এই হত্যাকান্ড! তবে এই হত্যাকান্ডের নেপথ্যে আসল কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার (৯ আগস্ট) সকালে ৩জনের  মরদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। প্রতিবেশীরা জানিয়েছেন, শুক্রবার (৮ আগস্ট ) রাতে স্বামী – স্ত্রীর মধ্যেই কথা কাটাকাটির আওয়াজ পাওয়া যায়। তারপর সব চুপচাপ হয়ে যায়। শনিবার ৯ আগস্ট সকালে তাঁদের কোনও আওয়াজ পাওয়া যায়নি। বেলা বাড়লেও তাঁদের কোনও সাড়া শব্দ না পাওয়ায় বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। তারপরেও কোনও উত্তর না পেয়ে দরজায় ধাক্কা দেন। ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তখনই দেখা যায়, ২টি শিশু এবং মহিলা রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে। যুবক পলাতক। তারপরই পুলিশে খবর দেওয়া হয়। প্রতিবেশীদের দাবি, প্রায়ই স্বামী – স্ত্রীর মধ্যে অশান্তি হত। সেই অশান্তির জেরেই কি খুন, নাকি নেপথ্যে অন্য কোনও কারন আছে, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।