ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ৭ আগস্ট :- কাটলিছড়া গাঞ্জাখাউরি বড়কিচর মাঠে হাজী নিজাম উদ্দিন চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরী ফিতা কেটে টুর্নামেন্টের সূচনা করেন। খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইজর দলে’র

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর, মুহাম্মদপুর সাহাবাদ জিপির এ.পি সদস্যার প্রতিনিধি কাজী বিলাল, গ্রুপ সদস্যার প্রতিনিধি সাহাদুল্লা মজুমদার ও সজল মালাকার, প্রাক্তন জেলা পরিষদ ইমরুল আলম, প্রাক্তন সভাপতি ইবাদুল হুসেন চৌধুরী, গোবিন্দ চাঁদ মধ্যবঙ্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয় মোদক সহ আরও বিশিষ্টরা। খেলায় উপস্থিত প্রত্যেক অতিথিবৃন্দকে গামোছা দিয়ে বরণ করা হয়। গামোছা বরণ শেষে অতিথিবৃন্দ রেফারি ও

দু’টি টিমের প্রত্যেক খেলোয়াড়দের সাথে করমর্দন করেন। তার পর শুরু হয় এই টুর্নামেন্টর প্রথম খেলা। উক্ত খেলায় মুখোমুখি হয় ব্রাদার্স এম.ভি.স্কুল বনাম লালা মিতাই এফ.সি। খেলার দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর লালা মিতাই এফ.সি কে হারিয়ে ব্রাদার্স এম.ভি স্কুল ২-০ গোলে জয়লাভ করে। এই টোর্নামেন্ট এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।