মিহির লাল এর অমানবিক মৃত্যুর ফলে সরকারের উপর আঙুল উঠেছে,বইছে প্রতিক্রিয়ার ঝড়: উদ্বিগ্ন লরি চালকরা
যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ০৭ আগস্ট :- ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া চাকমা ঘাটে দশদা কাঞ্চনপুর এলাকার লরি চালক মিহির লাল দেব নাথের সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়,
এবং দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা জীবনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে লড়াই করে জীবন যুদ্ধে হেরে মৃত্যুবরণ করে। এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার সম্পূর্ণ নগ্নচিত্র ফুটে উঠেছে জনসমক্ষে ।
এরই প্রতিবাদে এবং প্রশাসনের ব্যর্থতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি একটি প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায়, যা হলো কালো ব্যাজ ধারণ করে এক মৌন মিছিল বের করে তেলিয়ামুড়া শহরে।
অন্যদিকে,অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চাকমাঘাটে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে ও দেখা গেছে বৃহস্পতিবার সকাল থেকে। মূলত তাদের দাবিতে উল্লেখ, লরির
চালক মিহির লাল দেবনাথের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত!কোন বিভাগের বা কাদের গাফিলতিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মিহির লাল? এবং সরকারের দূর্যোগ মোকাবিলা বিভাগের কি ছিল সেদিনের ভূমিকা? পরবর্তীতে,
প্রশাসনিক আশ্বাসে প্রায় দুই ঘন্টা পর অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক।
তবে লরির চালক মিহির লাল দেবনাথের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা তেলিয়ামুড়া সহ ত্রিপুরা রাজ্যের চালক মহলে! তাঁর অকাল মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া, এদিকে চালক মহল তাঁর পরিবারের
প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।