NHM র জোরদার আন্দোলন ব্যাহত করতে পারে স্বাভাবিক জনজীবন ধারণা সচেতন মহলের।

মুন্না আচার্য্য, শিলচর,৩ মার্চ: সারা আসাম এন এইচ এম (NHM) এমপ্লয়িজ এসোসিয়েশন (এন ই এ) কাছাড় জেলা কমিটি ব্যবস্থাপনায় স্বাস্থ্যকর্মীরা তিনদিনের কর্মবিরতি পালন করতে দেখা যায় মঙ্গলবার সকাল থেকে।

উল্লেখ্য,সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ বকেয়া প্রদান, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সম কাজে সম বেতন ও সমান সুযোগ সুবিধার দাবিতে তিনদিনের কর্মবিরতি শিলচর মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতালে। মঙ্গলবার সারা অসম এনএইচএম এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটির ডাকে মেডিকেল কলেজ সহ শিলচর সিভিল হাসপাতাল ওপিডি গেটের সামনে ধর্ণা য় বসেন স্বাস্থ্যকর্মীরা।


জেলার ৮টি স্বাস্থ্য খণ্ডের অধীনস্থ প্রতিটি চিকিৎসা কেন্দ্র, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিলচর সিভিল হাসপাতালে ধর্মঘট কার্যসূচি শুরু হলো আজ থেকে।
জেলা স্তরে সম্মিলিতভাবে শিলচর সিভিল হাসপাতাল এবং জেলার প্রতিটি ব্লকের এনএইচএম কর্মীরা কর্মবিরতিতে যোগ দেন। এই তিন দিন দৈনন্দিন পরিষেবার মধ্যে ওপিডি, ফার্মাসি, ল্যাবরেটরি, প্রসবপূর্ব টিকা, ১০০ দিনের যক্ষ্মা নির্মূল অভিযান, গ্রাম্য স্বাস্থ্য ও পুষ্টি দিবস (ভিএইএনডি), আয়ুষ্মান আরোগ্য, কাউন্সিলিং, আরবিএসকে স্ক্রিনিং, সমস্ত অ্যাপ্লিকেশন ভিত্তিক রিপোর্ট ও অন্যান্য রিপোর্টিং ইত্যাদিতে অংশ নেবেন না রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা। একমাত্র যেখানে নিয়মিত কর্মী নেই, সেখানে কালোব্যাজ ধারণ করে জরুরিকালীন পরিষেবায় নিয়োজিত থাকবেন সংশ্লিষ্ট কর্মীরা। একান্ত জরুরি পরিষেবা ছাড়া কোনও ধরনের স্বাস্থ্য পরিষেবায় জড়িত থাকবেন না এনএইচএমের চিকিৎসক, ল্যাব টেকনিসিয়ান, নার্সরা।