ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ০৭ আগস্ট :- হাইলাকান্দি জেলার সাতটি কলেজে বুধবার ৩৩৭৮জন ছাত্রীকে নিযুঁত ময়না প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের হিতাধিকারী নির্বাচনের জন্য ফর্ম বন্টন করা হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আজ জেলার ৬টি প্রবিয়েনসিলাইড হায়ার সেকেন্ডারি স্কুলের ৯৭৩ জন ছাত্রীদের মধ্যে এই ফর্ম বন্টন করা হবে। বুধবার জেলার কলেজ গুলিতে গুয়াহাটিতে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীর নিযুঁত ময়না প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ফর্ম বন্টন কেন্দ্রীয় অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং বড় পর্দায় দেখানো হয়। হাইলাকান্দি শহরের এস এস কলেজের ফর্ম বন্টন

অনুষ্ঠান ও লাইভ স্ট্রিমিং এ বিধায়ক জাকির হোসেন লস্কর, জেলা কমিশনার অভিষেক জৈন ও এডিসি ত্রিদিব রায় অংশ নেন। উল্লেখ্য নবম, দশম ও একাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য এই প্রকল্পে বছরে দশ মাসে দশ হাজার টাকা, স্নাতক স্তরে বছরে সাড়ে বারো হাজার টাকা এবং স্নাতকোত্তর স্তরে মাসে আড়াই হাজার টাকা করে বছরে দশ মাস অর্থ দেবার পরিকল্পনা রয়েছে।মোট কথা উচ্চ আকাঙ্ক্ষী পড়ুয়া যুবতীদের নতুন স্বপ্নের বাস্তবায়ন করতে একমাত্র নির্ণায়ক ভূমিকা পালন করবে বলে সরকারের প্রতিশ্রুতি।