বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছাড় সার্কেল প্রশংসার যোগ্য, বন্যা পরিস্থিতিতে নির্ণায়ক ভূমিকা কাছাড় বিদ্যুৎ বিভাগের

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,১৫জুন: বরাক উপত্যকার অন্যতম প্রাণকেন্দ্র শিলচর। বন্যা পরিস্থিতির সময় শহরের বিভিন্ন অঞ্চল কৃত্রিম বন্যায় প্লাবিত হয়। বাদ পড়েনি বিদ্যুৎ বিভাগের কাছাড় সার্কেল এর অধীনস্থ কাঠিগড়া,বড়খলা,সোনাই সহ বেশকটি অঞ্চল। উল্লেখিত অঞ্চল প্লাবিত হয় বন্যার ফলে। এবারের শুধু বন্যা ই নয় তুমুল বৃষ্টি ঝড়ের কবলে পড়ে বিচ্ছিন্ন হয়েছিল বৈদ্যুতিক লাইন।অনেক স্থানে ই বৈদ্যুতিক লাইন এর উপর গাছের ডালপালা পড়ে ও সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তারপরে ও যথারীতি কাছাড় বিদ্যুৎ বিতরণ সার্কেল কঠোর পরিশ্রম করে বন্যার এবং উৎকট গরমের সময় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা সঠিক রাখার চেষ্টা করেছে। বন্যা র বিদায় হলেও জৈষ্ঠ্য মাসের উৎকট গরম থেকে ও গ্রাহকদের রেহাই দিতে তৎপর রয়েছে কাছাড় বিদ্যুৎ সরবরাহ বিভাগ।

তবে উল্লেখনীয় যে, কাছাড় এবং শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে অসম বিদ্যুৎ সরবরাহ বিভাগ এর ঊর্ধ্বতন মহলের গাফিলতি রয়েছে, গাফিলতি রয়েছে বন বিভাগের ও। যা হলো বিভিন্ন স্থানে আজ ও রয়েছে জোড়াতালি র বিদ্যুৎ সংযোগ লাইন। অন্যদিকে, বিদ্যুৎ পরিবাহী লাইনের উপর দেখা যায় গাছের ডালপালা ঝুলন্ত অবস্থায় রয়েছে। যা বন বিভাগের আওতাধীন দায়িত্বে রয়েছে সেই ব্যাপার। অনেক স্থানে বড়োসড়ো ঝড়-তুফান এলেই অনেক গাছ এবং ডালপালা ভেঙে পড়ে বিদ্যুৎ পরিবাহী লাইনের উপর। বিচ্ছিন্ন করতে হয় বিদ্যুৎ যোগান। লাইনে ছিড়ে বড়োসড়ো দূর্ঘটনা ও বারংবার সংগঠিত হয়েছে। তবুও ও টনক নড়ে নি বন বিভাগীয় কর্মীদের। তবে সচেতন নাগরিকের দৃষ্টিতে কাছাড় – হাইলাকান্দি – শ্রীভূমি বন সংমণ্ডল যদি সক্রিয় ভূমিকা হাতে নিয়ে ঝুলন্ত গাছের ডালপালা কেটে দেওয়ার ব্যবস্থা করে তাহলে হয়তো বিদ্যুৎ সরবরাহ বিভাগ এর বৃষ্টি ঝড়ের কবলে পড়ে বিচ্ছিন্ন করতে হবে না সরবরাহ ব্যবস্থা এমনটাই ধারণা সচেতন নাগরিকের। বড়োসড়ো দুর্ঘটনা থেকে বিদ্যুৎ পরিবাহী লাইনকে রক্ষা করতে হলে বন বিভাগের কর্মীরা বিদ্যুৎ বিভাগের কর্মীদের সাথে যৌথ উদ্যোগে গ্রাহকদের বিদ্যুৎ পরিষেবা সুনিশ্চিত করতে সক্ষম হবে বলে মনে হয়।

তাই, গ্রাহকদের স্বার্থে বিদ্যুৎ বিভাগের স্বচ্ছলতা কে আরো তর ভাবে উন্নত করতে বিভাগীয় মন্ত্রী সহ বন সংমণ্ডল আধিকারিক দের দৃষ্টি একান্ত প্রয়োজন। বর্ষা বা উৎকট গরমের সময় বিদ্যুৎ বিভাগের মেরামতির কাজ গুলো আগেই সেড়ে নেওয়া বিশেষ প্রয়োজন বলে মনে করেন অধিকাংশ গ্রাহকমহল।তাই এতে তীক্ষ্ণ দৃষ্টি র প্রয়োজন বিভাগীয় মন্ত্রী র, তৎসঙ্গে বনবিভাগের সক্রিয় মনোভাবে বিদ্যুৎ পরিবাহী লাইনের উপর পড়ে থাকা বা ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া গাছের ডালপালা কেটে দেওয়ার ব্যবস্থা করা প্রধানতম কাজ।তবেই বন বিভাগের সহযোগিতায় বিদ্যুৎ বিভাগের পরিষেবা সুনিশ্চিত করতে সক্ষম হবে বলে মতামত একাংশ বুদ্ধিজীবী মহলের।