বিজেপি র আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের কুশপুতুল দাহ করলো শিলচর জেলা কংগ্রেস। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে উত্তাল প্রতিবাদ দলের

তাপস নাথ, শিলচর, ০৬ আগস্ট :- সিলেটি ভাষাকে বাংলাদেশী বলে অবমাননা করায় শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। বুধবার শিলচর ইন্দিরা ভবন থেকে প্লেকার্ড ও বেনার সহ বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের কুশপুতুল নিয়ে রাজপথে জোরদার স্লোগানের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত

হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতা-কর্মীরা। প্রতিবাদ চলাকালীন অমিত মালব্যের কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ ও সিআরপিএফ জওয়ান রা বাঁধার সৃষ্টি করলে প্রশাসন ও প্রতিবাদকারীদের মধ্যে তীব্র হাতাহাতি ও ঠেলাধাক্কার পরিস্থিতি সৃষ্টি হয়। কংগ্রেসের উত্তাল প্রতিবাদকে দমাতে পুলিশ গ্যাস ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।কিন্তু প্রতিবাদকারীরা পুলিশের বাঁধাকে পেছনে ফেলে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিতের কুশপুতুল

দাহ করেন।পরে পথ অবরোধ করে নানা স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মাতিয়ে তোলেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সিআরপিএফ বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রতিবাদকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে যায়। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও তমাল কান্তি বনিক সহ দলের অন্যান্য কর্মকর্তারা শাসক দল

বিজেপির সমালোচনা করে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। অমিত মালব্যেকে মুর্খ্য আখ্যায়িত করে তাঁরা জানান,বাংলা ভাষার অবমাননা তাঁরা কোনভাবেই মেনে নিতে পারছেন না। বরাক উপত্যকা সহ দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী বাঙালিরা সিলেটি ভাষায় কথাবার্তা বলেন।এবং দেশে বাংলা ভাষার স্বীকৃতি রয়েছে। গত বছর কেন্দ্র সরকারের তরফেও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে

স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরও শাসক দলের কিছু নেতা-কর্মীরা বিভিন্ন সময় বাঙালি বিদ্বেষী মন্তব্য করে সমাজে বিশৃংখলা সৃষ্টি করছে বলে অভিযোগ কংগ্রেসের। বিষয়টি নিয়ে শিলচর জেলা কংগ্রেসের তরফে জেলা শাসক মারফৎ দেশের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অমিত মালব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

গ্রহণের আবেদন জানিয়েছেন। এদিন সেবাদল,এনএসইউআই,যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকের এই প্রতিবাদে।