বাংলার মুকুটে নয়া পালক পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ৯ বঙ্গ সন্তান‌।

তন্ময় ভট্টাচার্য, কলকাতা,২৬ জানুয়ারি: ঘোষণা হয়ে গেল পদ্মশ্রী সম্মান ২০২৫ প্রাপকদের নাম। সেই তালিকায় রয়েছেন এক ঝাঁক বাঙালিও।স্বাধীনতা সংগ্রামী, গায়ক,খেলোয়ার,ঢাকি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত পরিচিত-অপরিচিত মুখ মিলিয়ে এই বছর মোট ১৩৯ জন পদ্ম সম্মান প্রাপকের নাম ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এর মধ্যে পদ্মশ্রী পুরষ্কার পাচ্ছেন মোট ১১৩ জন,পদ্মভূষণ পুরষ্কার পাচ্ছেন ১৯ জন এবং পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন। সেখানে যেমন আছেন ভারতীয়রা তেমনই আছেন বিদেশিনী যোগ প্রশিক্ষকও। নিজ নিজ ক্ষেত্রে অবদানের জেরেই ভারত সরকার সম্মানিত করবেন এই সব বিশিষ্ট ব্যাক্তিদের।এবার পদ্ম সম্মান পাচ্ছেন একঝাঁক বঙ্গ সন্তান । তালিকায় রয়েছেন- অরিজিৎ সিংহ, মমতাশঙ্কর , পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার,শিল্পী গোকুলচন্দ্র দাস,নগেন্দ্রনাথ রায়, কার্তিক মহারাজ ও SBI-র প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য-সহ ১১৩ জন। বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকরা

১. অরিজিৎ সিং-গায়ক
২. গোকুলচন্দ্র দাস- ঢাকবাদক
৩. মমতা শঙ্কর- নৃত্যশিল্পী-অভিনেত্রী
৪. নগেন্দ্রনাথ রায়- সাহিত্যিক-শিক্ষাকর্মী
৫. পবন গোয়েঙ্কা- শিল্পপতি
৬. সজ্জন ভজাঙ্কা- শিল্পপতি-ব্যবসায়ী
৭. কার্তিক মহারাজ (স্বামী প্রদীপ্তানন্দ)- আধ্যাত্মিকতা
৮. বিনায়ক লোহানি- সমাজকর্মী
৯. তেজেন্দ্রনারায়ণ মজুমদার- সরোদবাদক
৭৬ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে বাংলার কৃতি ৯ বঙ্গ সন্তান সম্মান প্রাপকদের নাম ঘোষণা করতেই উচ্ছাসিত বাঙালি। বৎসরের প্রথমেই পশ্চিম বঙ্গের মুকুটে নয়া পালক বলছেন একাংশ।