যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি ২৯জুন: জাতীয় কংগ্রেসের তীব্র প্রতিবাদী কার্যক্রম রাজ্যের সব প্রান্তে। ইতিমধ্যে বাইহাটা চারিআলি তে যুব কংগ্রেসের উত্তাল প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি। চারিয়ালিতে পুলিশ পয়েন্টের কাছে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তারা জনস্বাস্থ্য মন্ত্রী জয়ন্ত মল্লহ বড়ুয়া এবং রাজ্যিক বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া এবং বিধায়ক দিগন্ত কলিতার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায়। সেই তিনজনকে শাসক দলের “গরু চোর” আখ্যায়িত করে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায় জাতীয় কংগ্রেসকে।
