বিরাট-রোহিতদের সঙ্গে চুটিয়ে খেলেছেন, আন্তর্জাতিক তারকা বেছে নিলেন ‘অনলি ফ্যানস’!

সংবাদ সংস্থা,০৫ আগস্ট :- বিরাট-রোহিতদের সঙ্গে চুটিয়ে খেলেছেন তিনি। আর এবার প্রাক্তন আন্তর্জাতিক তারকা বেছে নিলেন ‘অনলি ফ্যানস’ !

২০১৬ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক। ৯ বছরের কেরিয়ারে ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন ১৬টি টি২০। ৩২ বছরের ক্রিকেটার পরিচিত ছিলেন তাঁর গতির জন্য। তবে চোট-আঘাতের কারণে কেরিয়ার দীর্ঘায়িত হয়নি টাইমাল মিলসের (Tymal Mills)। বহু বছরই খবরে ছিলেন না তিনি। এবার খবরে তিনি। প্রাক্তন আন্তর্জাতিক তারকা বেছে নিলেন ‘অনলি ফ্যানস’ (OnlyFans)! যে খবরে প্রায় সকলেই আঁতকে উঠেছেন। ‘অনলি ফ্যানস’ হচ্ছে লন্ডনের ইন্টারনেট কনটেন্ট সাবস্ক্রিপশন সার্ভিস। যেখানে টাকা খরচ করেই সাবস্ক্রাইবারদের পছন্দের কনটেন্ট ক্রিয়েটরকে দেখতে হয়। মূলত অ্যাডাল্ট কন্টেন্টেরই রমরমা সেখানে।আর এবার সেখান থেকে ফিরলেন সেই খেলার ধুনীয়ায়।