সংবাদ সংস্থা,০৪ আগস্ট :- ২৩০ জন যাত্রী নিয়ে মিউনিখগামী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটটি জরুরি অবতরণ করলো। মাঝ-আকাশে বিকল ইঞ্জিন, ‘মেডে’ ঘোষণা! কী ঘটল এরপর?
ইউনাইটেড এয়ারলাইন্সের (United Airlines) একটি বিমান, যা সান ফ্রান্সিসকো (San Francisco) থেকে ২৩৮ জন যাত্রী নিয়ে জার্মানির মিউনিখের (Munich) উদ্দেশ্যে রওনা হয়েছিল, মাঝ আকাশে ইঞ্জিনে গোলযোগ দেখা দেওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়। ফ্লাইট UA178, একটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, মাঝ-আকাশে ইঞ্জিনের সমস্যা দেখা দেওয়ার পর জরুরি অবতরণ করে। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার প্রায় এক ঘণ্টা পরে বিমানের ডানদিকের ইঞ্জিনের একটি ব্লেড ভেঙে যায়। এরপর পাইলটরা জরুরি অবস্থা ঘোষণা করেন। এবং নিকটতম বিমানবন্দর, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।
২৩৮ জন যাত্রী, ১৪ জন ক্রু ছিল বিমানে।
এই ঘটনার ফলে প্রায় ২৩৮ জন যাত্রী এবং ১৪ জন ক্রু সদস্যকে নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করে। ডেনভার বিমানবন্দরে জরুরি পরিষেবার কর্মীরা উপস্থিত ছিলেন, বিমানটিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। ইউনাইটেড এয়ারলাইন্স থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীদের ডেনভারের হোটেলগুলিতে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাঁদের জন্য একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও করা হচ্ছে।
বিকল্প বিমান
বিমানের যাত্রীদের মধ্যে যাঁদের মিউনিখে পৌঁছনোটা খুবই জরুরি ছিল, তাঁদের জন্য ইউনাইটেড এয়ারলাইন্স ডেনভার থেকে জরুরি ভিত্তিতেই একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে দেয়। বাকি যাত্রীদের জন্য, বিশেষ করে যাঁরা সংযুক্ত ফ্লাইটগুলিতে ভ্রমণ করছিলেন, তাঁদের জন্য অন্য ফ্লাইটের ব্যবস্থা করা হয়।