যুব বিচিত্রা প্রতিনিধি আগরতলা, ০৪ আগস্ট :- সোমবার একই ছাদের তলায় প্রায় ৭০ টি কোম্পানির ঔষধ
পাইকারি মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে গণরাজ চৌমুহনীতে উদ্বোধন হল আগরতলা ফার্মা এল.এল.পি। সোমবার এই
সংস্থার অফিস ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক
দেবরায়, অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এর সভাপতি জে এস সিন্ডে, এছাড়া উপস্থিত
ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজীব সিংঘল,রাজ্য সভাপতি বিশ্বজিৎ সাহা সহ বিশিষ্ট জনেরা।
এই সংস্থার দোকান উদ্বোধনকে ঘিরে রাখা হয়েছে লাকি ড্রো এর ব্যবস্থা। ৪ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ৫০০০
টাকার ঔষধ কেনার সঙ্গে একটি করে কূপন দেওয়া হবে। পরবর্তীতে ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে লাকি ড্রো। সেই

লাকি ড্রয়ে জয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হবে ৩২” হাইয়ার স্মার্ট টিভি। দ্বিতীয় পুরস্কার ওয়ার্লপুল
রেফ্রিজারেটর (১৮৫ লিটার) ৩য় পুরস্কার প্রোটোনিক্স সান্ত্বনা পুরস্কার – ১৫টি প্রেসার কুকার (৫ লিটার)। এদিন
উদ্বোধন করে একি ছাদের তলায় এতগুলি কোম্পানির ঔষধ খুচরা বিক্রেতারা ক্রয় করতে পারার যে উদ্যোগ গ্রহণ
করেছে সংস্থাটি তাতে খুচরো ব্যবসায়ীদের পরিবহন খরচ এবং সময় অনেকটাই বাঁচবে বলে উল্লেখ করেন মন্ত্রী
টিংকু রায়। এক পরিবর্তন দেখা দিবে ঔষধ বিক্রেতা এবং রোগীদের মধ্যে এমনটাই ধারণা উপস্থিত অতিথিদের মনে।