চাপ কমবে গিলের? ম্যাঞ্চেস্টারের মাঠে প্রথমবার টেস্ট খেলতে নামছেন বুমরা

ক্রীড়া সংবাদ, ১৭ জুলাই :- লর্ডসে হারের পর এবার কিছুটা চাপে টিম ইন্ডিয়া। সিরিজে এই মুহূর্তে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বুমরাকে খেলানো ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই টিম ম্য়ানেজমেন্টের।
ম্যাঞ্চেস্টার :- ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনি খেলেননি। কিন্তু দল জিতেছিল। তিনি নিজে চলতি সিরিজে লিডস ও লর্ডসে খেলেছিলেন। ব্যক্তিগত পারফরম্য়ান্স অসাধারণ। কিন্তু দলকে জেতাতে পারেননি জসপ্রীত বুমরা। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু ভারতীয় দলের কাছে। কোচ গৌতম গম্ভীরও আভাস দিয়েছিলেন যে বুমরাকে সব ম্যাচে পাওয়া যাবে না। তাঁকে বিশ্রাম দিতে হবে। কিন্তু লর্ডসে হারের পর এবার কিছুটা চাপে টিম ইন্ডিয়া। সিরিজে এই মুহূর্তে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বুমরাকে খেলানো ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই টিম ম্য়ানেজমেন্টের। সেই মত ম্যায়াঞ্চেস্টারে খেলতে নামছেন তারকা ডানহাতি পেসার। আর এটাই হবে বুমরার এই মাঠে প্রথম খেলতে চলা কোনও টেস্ট ম্যাচ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। এজবাস্টন টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরা। সেই ম্যাচে আকাশ দীপ ও মহম্মদ সিরাজ মিলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। আকাশ গোটা ম্য়াচে মোট ১০ উইকেট তুলে নিয়েছিলেন। লর্ডসে যদিও এই দুজন সেভাবে ছন্দে ছিলেন না। তবে বুমরা নিজের জাত চেনান ফের। প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নেন। দুটো টেস্ট খেলে চলতি সিরিজে এখনও পর্যন্ত ১২ উইকেট তুলে নিয়েছেন বুমরা। ওল্ড ট্র্যাফোর্ডের ম্য়াচটি ভারতীয় দলের কাছে ডু অর ডাই ম্যাচ হতে চলেছে। এই পরিস্থিতিতে নিঃসন্দেহে বুমরার আরও একটা নজরকাড়া পারফরম্যান্সের আশায় থাকবেন ভারতীয় দল ও ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

এদিকে, লর্ডস টেস্টে ভারতের হারের পর বিরাট কোহলিকে অবসর ভেঙে ফেরার আর্জি জানিয়েছেন মদন লাল। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ”ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট কোহলির প্যাশন অন্যরকমের। তাই আমি নিশ্চিতভাবেই চাইব যে টেস্ট ক্রিকেটে যেন অবসর ভেঙে ফিরে আসে ও। এখানে কোনও ভুল নেই। অবসর ভেঙে ফিরে এসে দলের পাশে দাঁড়ানো উচিৎ বিরাটের। যদি এই সিরিজে নাও আসে বিরাট,তাহলে পরের সিরিজের জন্য অবশ্যই অবসর ভেঙে ফিরে আসা প্রয়োজন বিরাটের।” তিরাশির বিশ্বকাপজয়ী আরও বলেন, ”আমার মতে বিরাটের যা ফিটনেস, তাতে আরও ১-২ বছর অনায়াসে খেলতে পারবে ও। এই মুহূর্তে ওর তরুণ প্লেয়ারদে সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া উচিৎ। এখনও কিছু দেরি হয়নি। বিরাট প্লিজ ফিরে আসুক, এটাই চাইব।”