খেলার উদ্বোধন করলেন বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ
সুরজিৎ দাস, পাঁচগ্রাম ০৪ আগস্ট :- রতনপুর চা বাগান খেলার মাঠে “কমলেশ সিং” এর নামাঙ্কিত নক আউট ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। রবিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়
চেংদুয়ার বাজার স্টুডেন্ট ক্লাব বনাম কালীবাড়ি পারা এলপি স্কুল। ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন নুনাপানী চা বাগানের ডিরেক্টর এবং এই টুর্নামেন্টে নামাঙ্কিত কমলেশ সিং, বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর
নাথ,ডি এম গ্ৰুপের সি ই ও সুশীল সিং, সহ আয়োজক কমিটির সভাপতি সুশীল কুমার সিং,সহ-সভাপতি কে এন সিং, সম্পাদক গঙ্গা চরণ ভাসপার, ম্যানেজার প্রসেনজিৎ দে,তাপাঙ্গের প্রাক্তন জিপি সভাপতি সনিলাল দাস
বিজেপি কর্মী সঞ্জিত দাস কমিটির সদস্য হিরা কুমার, আক্তার হোসেন লস্কর, রেফারি দায়িত্বে ছিলেন হিলাল উদ্দিন লস্কর, নাফিস ইকবাল বড় ভূঁইয়া, জুনায়েদ আহমেদ লস্কর, সহ আরও অনেক অতিথি বৃন্দের উপস্থিতিতে উদ্বোধনী
ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে জয়ী হয় চেংদুয়ার বাজার স্টুডেন্ট ক্লাব। জাতীয় সঙ্গীতের মাধ্যমে ম্যাচের সূচনা হয়। প্রথম ম্যাচের দিন ই মাঠের চারদিকে ক্রীড়া প্রেমীদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। অনেক দুর দূরান্ত থেকে
ম্যাচ উপভোগ করতে দর্শকরা উপস্থিত ছিলেন। বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ তার বক্তব্যে বলেন সবকিছু ঠিকঠাক থাকলে ২৬ এ বিধানসভা নির্বাচনে বড়খলা সমষ্টির বিধায়ক নির্বাচিত হলে তার রতনপুর চা বাগানে খেলার

মাঠ কে উন্নীতকরণ করে স্টেডিয়ামে রূপান্তরিত করতে তার প্রচেষ্টা থাকবে।