উত্তরপ্রদেশে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ পথ দুঘটনায় নিহত ১১!

সুজন চক্রবর্তী, লখনৌ ০৪ আগস্ট: ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল ১১ জনের। মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে লাক্সারি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ শিশু সহ অন্তত ১১ জনের। রবিবার সকালেই ভয়াবহ ঘটনাটি ঘটেছে গোন্ডা জেলার ইটিয়াথোক এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজ শুরু করে। ৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে গাড়িটিকে জল থেকে তোলার পাশাপাশি ১১ জনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা প্রতেক্যেই একই পরিবারের সদস্য। পুলিশ জানিয়েছে, এদিন সকালে মোতিগঞ্জ থানা এলাকার সীহাগাঁওয়ের বাসিন্দা প্রহ্লাদ গুপ্ত পরিবারের সদস্যদের নিয়ে পৃথ্বীনাথ মন্দিরে যাচ্ছিলেন। মন্দিরে যাওয়ার পথেই এমন ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে যোগী লেখেন, ” গোন্ডায় যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আহতদের তাড়াতাড়ি সুস্থ করে তোলার প্রয়াস চালানো হচ্ছে। জেলা প্রশাসনকে সবধরনের সহযোগিতা র নির্দেশ দিয়েছে যোগীর সরকার। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।