সংবাদ সংস্থা, ০২ আগস্ট :- ব্যায়াম করার শেষে বোতল নিয়ে জল খাচ্ছিলেন ৩৭-এর ব্যক্তি। তারপর ঘুরে দাঁড়াতেই ধপ করে পড়ে গেলেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে। তাই জিম করলেই শেষ নয়, মানতে হবে সঠিক বিধিনিষেধ!
জিম আতঙ্ক! কোচির পর এবার পুণে। জিমে ওয়ার্কআউটের পর লুটিয়ে পড়লেন ব্যক্তি। শুক্রবার সকালে পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার এক জিমে এক যুবক ব্যায়াম করে উঠে জল খাচ্ছিলেন। ৩৭ বছরের মিলিন্দ কুলকার্নি নামে ওই ব্যক্তি নিজের বোতল থেকে জল খাচ্ছিলেন। তারপর হঠাত্ই ঘুরে দাঁড়িয়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জিমের সিসিটিভিতে পুরো ঘটনাটি ধরা পড়ে। দেখলে গা শিউড়ে উঠবে। জিমে থাকা অন্যান্য সদস্যরা তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে দুঃখজনকভাবে, হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, মিলিন্দ কুলকার্নির স্ত্রী নিজেই একজন চিকিৎসক। এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁর মৃত্যু হৃদ্রোগে আক্রান্ত হয়ে হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মিলিন্দ গত ছয়মাস ধরে নিয়মিত জিমে যাচ্ছিলেন।
সাধারণভাবে ৬৫ বছরের বেশি বয়সীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। তবে গত কয়েক বছরে ৫০ বছরের কম বয়সীদের মধ্যেও হার্ট অ্যাটাকের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। অনেক আন্তর্জাতিক চিকিৎসা প্রতিবেদনেও দেখা গেছে, এখন ৩০ ও ৪০ দশকের মানুষদের মধ্যেও হৃদ্রোগের প্রবণতা বাড়ছে। প্রসঙ্গত, দু’দিন আগেই কোচিতে ৪১ বছরের ব্যক্তি জিমে ব্যায়াম করতে করতে লুটিয়ে পড়েন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় রাজু জিমে একাই ছিলেন। ঘটনাটি ঘটে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে, চোট্টানিক্কারার প্যালেস স্কোয়ারে অবস্থিত এএনকে ফিটনেস জিমে।
জিমকর্মীরা জানান, রাজু নিয়মিত সদস্য ছিলেন এবং সাধারণত সকাল ৬টার দিকে আসতেন। তবে বুধবার তিনি কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে একটু আগে, অর্থাৎ ৫টা ৫ মিনিটেই এসে জিম খুলে ব্যায়াম শুরু করেন।
পুলিস আরও জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যায়াম করার মাঝে রাজু অস্বস্তি বোধ করেন। তিনি বুকে হাত দিচ্ছিলেন এবং হেঁটে যাওয়ার সময় অস্থিরভাবে চলছিলেন। পরে তিনি বসে পড়েন এবং প্রায় এক মিনিট পর মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ২০ মিনিট পর্যন্ত তিনি অচেতন অবস্থায় পড়ে ছিলেন, তারপর অন্য একজন এসে তাকে দেখতে পান। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তাই এবার জিম করে ই থেমে না গিয়ে খাওয়া দাওয়া র রুটিন এবং জিম এর সঠিক বিধিনিষেধ মানতে হবে তবে ই জিমের সার্থকতা।