যুব বিচিত্রা প্রতিনিধি, নতুন দিল্লি,২৩ মার্চ: বরাক উপত্যকার খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা শর্মিষ্ঠা দেব কে এবার ন্যাশনাল অ্যাওয়ার্ড। আজ দিল্লিতে অনুষ্ঠিত “দাদাসাহেব ফালকে আইকনিক পুরষ্কারে” সম্মানে ভূষিত হলেন চলচ্চিত্র নির্মাতা চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব। তার নির্মিত ছবি উদ্বাস্তুর জন্যই এই সম্মান তাকে প্রদান করা হয় । পুরষ্কার টি হাতে পেয়ে শর্মিষ্ঠা দেব জানান যে এইটি তিনি উৎসর্গিত করেছেন সেই সব মানুষদের যারা নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে উদ্বাস্তু হয়েছেন, তৎসঙ্গে এই চলচ্চিত্র উদ্বাস্তু টিমকে ধন্যবাদ জানিয়েছেন তার পাশে থাকার জন্য। তবে চলচ্চিত্র নির্মাতা শর্মিষ্ঠা দেব এর এই সম্মাননায় শিলচর সহ বরাক উপত্যকার অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তৎসঙ্গে তাঁর শ্রীবৃদ্ধি কামনা করেছেন।
বরাক উপত্যকার খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা শর্মিষ্ঠা কে দিল্লীতে আইকনিক অ্যাওয়ার্ড
